খেলাধুলা

মেসি–সুয়ারেজের গোল ইন্টার মায়ামি

মেসি সুয়ারেজকে নিয়ে বলেন, সে গোল করতে পেরেছে আমিও তার জন্য খুবই খুশি। মেসি-সুয়ারেজের জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি।

মেসি–সুয়ারেজের গোল ইন্টার মায়ামি

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি মেজর লিগ সকারে (এমএলএস) আগের ২টি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেনি। আগের ২টি ম্যাচে মেসি ১টি গোল পেলেও সুয়ারেজ ছিলেন গোলশূন্য। তবে তারা দুজনই নিজেদের সেরাটা জমিয়ে রেখেছেন ডার্বি ম্যাচের জন্য।

দুজনই নগর–প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন এবং সুয়ারেজ আবার দুটি গোলে সহায়তাও করেছেন। এই ম্যাচে মেসি-সুয়ারেজের জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। অন্য একটি গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।

দ্বিতীয় স্থানে থেকে গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শেষ করেছিল অরল্যান্ডো কিন্তু এবারও শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল তাদের। তবে শক্তিশালী এ দলটি মায়ামির সামনে দাঁড়াতেই পারল না ও মন্ট্রিয়েলের বিপক্ষে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল তারা।

ফিটনেসের কারণে আগের দুই ম্যাচে বেশ ভুগেছেন সুয়ারেজ কিন্তু অরল্যান্ডোর বিপক্ষে শুরু থেকেই দেখা গেল অন্য এক সুয়ারেজকে। ম্যাচের ৪ মিনিটেই এমএলএসে নিজের প্রথম গোলটি আদায় করে নেন এই তারকা। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। তারপর সুয়ারেজ নিজের দ্বিতীয় গোলটি তিনি করেন ১১ মিনিটে। দ্বিতীয় গোলটিতেও এই তারকা ছিলেন অনবদ্য। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করেন এই তারকা নিজেই। কিন্তু প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখেন ও আর শেষে ছিল সুয়ারেজের ফিনিশিংয়ের জাদু।

আরও পড়ুন: ১৮তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩

ইন্টার মায়ামি এরপর সুয়ারেজের সহায়তায় টেলরের গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর মেসি ৫৭ ও ৬২ মিনিটে ২টি গোল করেন, যার দ্বিতীয়টি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে।

ম্যাচ শেষে মেসি সুয়ারেজকে নিয়ে বলেন, সে গোল করতে পেরেছে আমিও তার জন্য খুবই খুশি। কিন্তু আমরা সবাই শান্ত ছিলাম, আমরা সবাই জানি সুয়ারেজ কেমন ও সে কী করতে পারে। আপনি যখন তার (লুইস সুয়ারেজ) কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সুয়ারেজ আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।

এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। তিন ম্যাচে ২ জয় এবং ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মেসি বলেছেন, ‘আমরা ভালো করছি এবং খেলাটা উপভোগ করছি ও আজকের ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ ছিল।

One thought on “মেসি–সুয়ারেজের গোল ইন্টার মায়ামি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *