আন্তর্জাতিক

নেতানিয়াহু পিছু হটলেন

গত সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিল করার ঘোষণা দেননি তিনি।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমাদের জনগণের মধ্যে ফাটল আটকাতে এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। পিছু হটেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভের মুখে অবশেষে বিচার ব্যবস্থা সংশোধনের পরিকল্পনা থেকে। দেশকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করতে প্রস্তুত নন তিনি জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী, সমাধান খুঁজে পেতে তিনি সম্ভাব্য সব কিছুই করবেন।

নেতানিয়াহুর ঘোষণার পর ইসরাইলের ট্রেড ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে। উগ্রবাদী সংখ্যালঘুরা ইসরাইলকে বিভক্ত করতে প্রস্তুত বলেও অভিযোগ করেছেন তিনি। বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চেয়েছিল নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হলো সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

প্রধান বিমানবন্দর থেকে শুরু করে দোকান, ব্যাংক এমনকি হাসপাতালের সেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাদের এক হওয়ার একটাই কারণ ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন এ সংশোধনের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য করা। বিতর্কিত এ সিদ্ধান্তের বিরদ্ধে একত্রিত হন ইসরাইলের সব মানুষ। গত ২ দিন তাদের মধ্যে অভূতপূর্ব একতাও দেখা যায়। সোমবার ইসরাইলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *