ডলার এন্ডোর্সমেন্ট কি, কেন করতে হয়
ডলার এন্ডোর্সমেন্ট কি, কেন করতে হয়।
কোন কিছুর অনুমোদন দেয়া মানে হল এন্ডোর্সমেন্ট, ডলার এনডোর্সমেন্ট হল ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। ইচ্ছে হলেই ডলার কিনে ঘুরতে পারেন না। ডলার কিনতে হলে আপনাকে সেটা পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে কার নিকট থেকে কিনলেন তার এনডোর্সমেন্ট হল প্রমাণপত্র ।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার, মানি এক্সচেঞ্জ, ব্যাংক ছাড়া অন্য কারো আইনত ডলার বা অন্য কোন বৈদেশিক মূদ্রা ক্রয় ও বিক্রয় অবৈধ। তাই বুঝতেই পারছেন ডলার এনডোর্স্মেন্ট কেন করতে হয়?
# ডলার এন্ডোর্সমেন্ট কেন করতে হয়, আপনার মনে হতে পারে কেন আমি ডলার এন্ডোর্স করব? জনাব আপনি যখন বিদেশে ঘুরতে যাবেন তখন তো ডলার নিয়েই যেতে হবে তাই না? বাংলাদেশি টাকা নিয়ে তো আর সব খরচ মেটাতে পারবেন না কারণ বৈধভাবে ১০০০০ টাকার বেশি আপনি দেশ থেকে বিদেশে নিয়েও যেতে পারবেন না আবার বিদেশ থেকে নিয়ে দেশে ঢুকতে পারেবন না।
# ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম, ডলার এন্ডোর্সমেন্ট কোথায় করতে হয়, তাইতো? ডলার এনডোর্স্মেন্ট করার জন্য আপনাকে যেকোন ব্যাংক বা মানি এক্সচেঞ্জে যেতে হবে। পাসপোর্ট এন্ড্রোসমেন্ট বা পাসপোর্টে এনডোর্স সবই এই ডলার এনডোর্স্মেন্ট। একেক জন একেক ডাকনামে ডাকে আরকি। এখন থেকে পাসপোর্টের মেয়াদ যত বছর থাকবে, তত বছরের জন্যই একসঙ্গে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করা যাবে। অর্থাৎ যদি কারও পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থাকে, তাহলে তিনি পাঁচ বছরের জন্য ডলার এনডোর্সমেন্ট করাতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী এক বছরে ১২ হাজার ডলারের বেশি খরচ করা যায় না। তাই সে পরিমাণ ডলারের এনডোর্সমেন্ট করানো যাবে। এই দুই টাইপের প্রতিষ্ঠান থেকে কিভাবে এনডোর্স করবেন তার বিস্তারিত হল।
# ডলার এনডোর্সমেন্টের প্রয়োজনীয় কাগজপত্র, ডলার এন্ডোর্স করতে করতে দেশভেদে/ব্যাংক বা মানি এক্সচেঞ্জভেদে নিম্নোক্ত কাগজপত্র লাগতে পারে পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি ভিসার ফটোকপি [যে দেশের জন্য এন্ডর্স করবেন যদি সে দেশের ভিসা থাকে] এয়ার টিকেটের কপি আর কখনো কখনো মানি এক্সচেঞ্জ এর দেয়া ফর্মও পূরণ করতে হয় ।
# ব্যাংক, সাধারণত সরকারি সোনালি ব্যাংক থেকে করাটাই সুবিধাজনক ও বেশিরভাগ মানুষ করে থাকে। সরকারি বেসরকারি যেকোন ব্যাংক থেকেই আপনি ডলার এনডোর্স্মেন্ট করতে পারেন। কারণ সোনালী ব্যাংকে একাউন্ট থাকা লাগে না। আপনি পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে বললেই হবে যে আপনি ডলার কিনবেন। তাহলে উনারা আপনাকে ঐ দিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে ও পাসপোর্টের শেষের দিকে পাতায় সিলও দিবে। সাথে একটা কাগজ দিবে এটা হল এনডোর্স্মেন্ট সার্টিফিকেট।
# মানি এক্সচেঞ্জ, থেকে আপনি এনডোর্স্মেন্ট ছাড়াই ডলার কিনতে পারবেন। যদিও ব্যাপার অবৈধ তারপরেও উনারা করে। মানি এক্সচেঞ্জ থেকে ডলার কেনা বা এনডোর্স করা খুবই সহজ ও ঝামেলা মুক্ত। আপনি শুধু পাসপোর্ট নিয়ে গেলেই হবে উনারা ঐ দিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে। আপনি চাইলেও ওরা এই ফির বিনিময়ে পাসপোর্টের শেষের দিকে পাতায় সিল মেরে দিবে ও সাথে এনডোর্স্মেন্ট সার্টিফিকেট দিবে। তবে সাথে বলে দেই এনডোর্স্মেন্ট ছাড়া ডলার কেনা অবৈধ আর অনেক সময় বর্ডারে এনডোর্স্মেন্ট সার্টিফিকেট দেখতে চায়। পাসপোর্টের শেষ পাতায় এন্ডোর্সমেন্ট সিলসহ বিস্তারিত মানি এক্সচেঞ্জ থেকে পাওয়া ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট
# ক্রেডিট/ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট, যদি আপনার ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনি এই কার্ডের জন্য এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আর কার্ড না থাকলে কম খরচে ডেবিট কার্ড করে নিতে পারেন। সব ব্যাংকেরই এমন ডেবিট কার্ড আছে। জনপ্রিয় হচ্ছে ইবিএল এর একুয়া কার্ড, এখন আর ইবিএল একুয়া কার্ড দিচ্ছে না, বদলে একই টাইপের লাইফস্টাইল কার্ড দিচ্ছে।
# ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স, ভিসা আবেদনের জন্য কমপক্ষে ১৫০ ডলার এনডোর্স করতে হবে। যেকোন ব্যাংক থেকে করাতে হবে। ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স এর ব্যাপারে উপরেই বলেছি। যদি ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য ডলার এনডোর্স করতে চান তাহলে মানি এক্সচেঞ্জ থেকে করালে হবে না। ব্যাংক একাউন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করুন ডলার এনডোর্স কি দরকার।
ব্যাংকিং ও মূদ্রা ব্যাবস্থা নিয়ন্ত্রণকারী বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচা নিয়ে কি কি নির্দেশনা দিয়ে রাখছে? সংক্ষেপে জেনে নিই।
কানু ব্যতিক্রমী এক দ্বীপের নাম
# আমি কত ডলার এনডোর্স করতে পারব? আমরা সাধারণত বিদেশ যাই ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার জন্য। জেনে নিন কোন বিষয়ের কি লিমিট।
# বিদেশ ভ্রমণ, ঘুরতে যাবেন? ২০২০ সাল থেকে চালু হওয়া নতুন আইনে এই সম্পর্কে বলা আছে কোন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ১২,০০০ [বার হাজার] ইউ এস ডলার বা সমমানের বৈদেশিক মূদ্রা এনডোর্স করতে পারবেন, ১২ বছরের কম বয়সীরা এর অর্ধেক মানে ৬,০০০ [ছয় হাজার] ডলার এন্ডর্স করতে পারবেন।
# চিকিৎসাজনিত, চিকিৎসার জন্য তো বেশি ডলার দরকার হয়। তাই এটি ব্যাংক থেক করাতে হয়। আর এর জন্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ১০,০০০ (দশ হাজার) ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারবেন। এর চেয়ে বেশি দরকার হলে ব্যাংকের সাথে যোগাযোগ করলেই তাহারা সব ব্যাবস্থা করে দিবে।
Right 👍👍👍👍
ধন্যবাদ আপনাকে