পারকি সমুদ্র সৈকত
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতেও বাড়ছে পর্যটকের ভিড়। এ ছাড়া জেলার বাইরে থেকেও অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর পর টানেলের পাশাপাশি পারকি সৈকত ঘুরতে আসছেন। ঝাউবাগানের ভেতরে ও বেড়িবাঁধ লাগোয়া এলাকায় তাঁবু -শামিয়ানা টাঙিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে পাশাপাশি শিশু কিশোরেরা সাগরে গোসল করছে। সমুদ্রের সৌন্দর্য আমাদের টানে কক্সবাজার যেতে না পারলেও মিনি কক্সবাজার পারকিতে এসেছি।
পারকি সমুদ্র সৈকত
ঘূর্ণিঝড় রিমালের পর গরমের তীব্রতা বেড়েছে, তাই হাতের কাছের বিনোদন স্পটগুলোতে ভিড় বাড়ছে। তাই এই গরমে চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতেও বাড়ছে পর্যটকের ভিড়। ছুটির দিনে পারকি সৈকত ছিল গমগমে।
এখানে এসে কক্সবাজার ভ্রমণ না করতে পারার আক্ষেপ কিছুটা হলেও মেটাতে পারছেন অনেকেই। ছুটির দিনে দূরে কোথাও বেড়াতে যাওয়া যেমন ঝক্কির আবার তেমনি ব্যয়বহুলও।
স্থানীয় বাসিন্দারা জানান চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকা থেকে ছুটির দিনে পারকি সৈকতে কম সময়ে যাতায়াত করতে পারায় মানুষের ভিড় বাড়ছে। এ ছাড়া জেলার বাইরে থেকেও অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর পর টানেলের পাশাপাশি পারকি সৈকত ঘুরতে আসছেন।
পারকি সৈকতের ঝাউবাগানের পাশে ঝিনুক বেচাকেনা আর ছোট ছোট খাবারের দোকান বসেছে। পারকি সৈকত এলাকায় ভালো খাবার ও নাশতার জন্য সৈকতে গড়ে ওঠা তিনটি রিসোর্টে ভিড় করছেন পর্যটকেরা।
আরও পড়ুন: নায়াগ্রায় জলপ্রপাতে জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্র জানায়, পারকি সৈকত এলাকায় ১৩ দশমিক ৩৩ একর জায়গায় শুরু হয় ৭৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বরে, এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। উন্নয়ন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে পারকি সৈকত নতুন চেহারা পাবে।
ছুটির দিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত সৈকতের মাঝের চর থেকে দক্ষিণে বাতিঘর পর্যন্ত পর্যটকের ভিড় দেখা যায়। ছুটির দিনে অনেককে ঝাউবাগানের ভেতরে ও বেড়িবাঁধ লাগোয়া এলাকায় তাঁবু -শামিয়ানা টাঙিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে পাশাপাশি শিশু কিশোরেরা সাগরে গোসল করছে। অনেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা অনেকে আবার মোটরসাইকেল নিয়ে পারকি সৈকতে ঘুরতে এসেছেন।
আরও পড়ুন: ভিসামুক্ত পর্যটন সেবা চালু করলো তুরস্ক
পারকি সৈকতে চট্টগ্রাম শহর থেকে আসা সরকারি চাকরিজীবী সোহেল রানা আকন্দ বলেন, ‘আমরা বন্ধুরা একটু ছুটি পেলেই ঘুরতে বের হই। এবারও সবাই মিলে পারকি সৈকতের পাশাপাশি বঙ্গবন্ধু টানেলও দেখলাম। পারকি সৈকত আসলেই সুন্দর। সমুদ্রের সৌন্দর্য আমাদের টানে কক্সবাজার যেতে না পারলেও মিনি কক্সবাজার পারকিতে এসেছি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘পারকি সৈকতে পর্যটকের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে আমরা সব সময় তদারকি করি। পারকি সৈকতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হবে।
Gorta jabo
ধন্যবাদ