তথ্য ও প্রযুক্তি

টুইটার নিয়ে নতুন ঘোষণা ইলন মাস্কের

টুইটার নিয়ে নতুন ঘোষণা ইলন মাস্কের

টুইটার ব্যবহারকারী একদিনে একজন কতটি টুইট পড়তে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়ার কথা জানিয়েছেন এর মালিক ইলন মাস্ক। তিনি বলেন, ভেরিফাইড নয় সে সব যে সকল টুইট অ্যাকাউন্ট থেকে দিনে্ ১ হাজারের অধিক পোস্ট দেখা বা পড়া যাবে না। বিবিসিরে খবরের

ভেরিফাইড নয় এমন নতুন আইডিতে পাঁচ শত এবং ভেরিফাইডকৃত টুইট অ্যাকাউন্টে প্রতিদিন ১০ হাজার পোস্ট দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মাস্ক। টুইটারের ক্ষেত্রে কঠোর নীতি আরোপের কয়েক ঘণ্টা পরই এক্ষেত্রে আবার পরিবর্তন আনেন টেক বিলিয়নিয়ার ইলক মাস্ক।

টেক বিলিয়নিয়ার ইলক মাস্ক বলেন, অসহনীয় পর্যায়ে ডাটা স্ক্রিপিং এবং সিস্টেম ম্যানুপুলেশনের কারণে অস্থায়ীভাবে টুইটারের ওপর এমন বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। এই প্রযুক্ত বিলিয়নিয়ার সিস্টেম ম্যানুপুলেশনের ব্যাপার বিস্তারিক কিছু বলেননি। ডাচা স্ক্রিপিং সম্পর্কে খোলাসা করে কিছু না বললেও এর মানে বৃহৎ পরিসরের ডাটা ব্যবহারের ক্ষেত্রে তিনি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহারের চিন্তা করছেন। যার মধ্যে থাকতে পারে ওপেন এআইএর চ্যাটজিপিটি এবং গুগলের বার্ড।

গোলে সহায়তায় এগিয়ে কারা

এই টেক বিলিয়নিয়ার চেষ্টা করছেন ফ্রিতে টুইটার ব্যবহার করার সুযোগ তুলে নেওয়ার। এজন্য বেশকিছু দেশে ব্লু টিকের জন্য চার্জ ধার্য করেছেন তিনি। এবং সব ধরনের ব্যবহারকারীদের কাছ থেকে অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারের চিন্তা করছেন এই টেক বিলিয়নিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *