আন্তর্জাতিক

দাবানলে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে

দাবানলে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে দাবানল এ পর্যন্ত দাবানলের কারণে ৫৩ জনের মৃত্যু হয়েছে। দ্বীপটিতে বৃহস্পতিবার ১৭ জনের মৃত্যু হয়। দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে মাউই কাউন্টি কার্যালয়। খবর বিবিসি ও সিএনএনের।

ক্রমে প্রাণঘাতী হয়ে উঠছে দ্বীপটি, মাউই দ্বীপের ক্ষতির বিষয়ে হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। তিনি বলেন, বিপর্যয় শুরুর পর থেকে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন; কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১১ হাজার বেশি মানুষ । এক হাজার ৭০০ ভবন দাবানলে জ্বলে ছাই হয়ে গেছে।

স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আরও বাড়তে পারে নিহতের সংখ্যা। কর্তৃপক্ষ ক্ষতি এড়াতে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, সব ধরনের সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক আটকা চার হাজারের মতো, আবেদন বাতিল করা হয়েছে দ্বীপটিতে ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের।

জাতীয় পতাকা উত্তোলনের নতুন নিয়ম

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লিউক এক সংবাদ সম্মেলনে বলেন, ক্ষতি কমাতে আমরা সাধ্যমতো চেষ্টা করচ্ছি। আশ্রয় কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার বেশি লোক আশ্রয় নিয়েছেন। দাবানলের আগুন থেকে বাঁচতে অনেকেই সাগরে ঝাঁপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড গত বুধবার জানিয়েছে, সাগরের পানি থেকে অনেককে উদ্ধার করা হয়েছে।

মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন জুনিয়র জানান, শহরের অনেক বাড়িঘর এবং ব্যবসায়িক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঐ শহরে ১২ হাজার মানুষের বসবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *