প্লাস্টিক সার্জারিতে প্রাণ হারালেন অভিনেত্রী
প্লাস্টিক সার্জারিতে প্রাণ হারালেন অভিনেত্রী
আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক সিলভিনা লুনা প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন। প্রায় ৭৯ দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সিলভিনা লুনা। গত বৃহস্পতিবার পরিবারের সম্মতিতেই তা খুলে দেওয়া হয়। অভিনেত্রী সিলভিনা লুনার বয়স হয়েছিল ৪৩ বছর। খবর এনডিটিভি ও হোলা।
অভিনেত্রী হওয়ার আশায় ২০১১ সালে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। গত বছর থেকে চরম আকার ধারণ করে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা।
ঐশ্বরিয়া চিত্রনির্মাতাদের নজরে পড়েছেন
চিকিৎসকরা অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো চেষ্টা সফল হয়নি। অবশেষে তারকাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু তাতেও বিশেষ লাভ হচ্ছিল না। অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তার পরিবারের সম্মতিতে লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।
জানা গেছে, শুধু লুনা নন, ঐ চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা। লুনার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন।
Pingback: আইটেম সং না ভাবনা - Amader Khabar
Pingback: নারীদের ওজন বিয়ের পর বাড়ে যে কারণে - Amader Khabar