রাশমিকার বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল
রাশমিকার বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল
রাশমিকা মান্দানা বর্তমানে সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন, সোশ্যাল মিডিয়ায় তার ছবিগুলি পোস্ট করা মাত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রাশমিকা ইতিমধ্যেই যে সাফল্য অর্জন করেছেন, তা অনেকের কাছে স্বপ্নের মত।
তার বেড়ে ওঠা ও স্কুল জীবন শুরু হয় কর্ণাটকেই। এরপর রাশমিকা বেঙ্গালুরু গিয়েছিলেন উচ্চ শিক্ষার জন্য। সৌন্দর্যের পাশাপাশি রশ্মিকা মান্দানা পড়াশোনার দিক দিয়েও টপার ছিলেন ইংরেজি, সাহিত্য, মনোবিজ্ঞান ও সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তবে কলেজে পড়ার সময় তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।
রাশমিকা মান্দানা ক্লিন এন্ড ক্লিয়ার ফ্রেশ ফেস’ প্রতিযোগিতায় জিতেছিলেন ২০১৪ সালে এবং ঐ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন। এক চলচ্চিত্র নির্মাতা রশ্মিকাকে দেখেই তার ছবি ‘কিরিক পার্টি’তে সাইন করিয়ে নেন। এই ছবির মাধ্যমেই রাশমিকা মান্দানা তার অভিনয় জগতে পা রেখেছিলেন। ছবিটি বক্স অফিসের সুপারহিট হয় এবং সেই বছরই কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আয় করা ছবিও হয়ে ওঠে।
শুক্রাণু দিলেই পাবেন নগদ অর্থ
সম্প্রতি আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’ ছবিতে তার জনপ্রিয়তা শিখরে ওঠে। প্রথম থেকেই রাশমিকা মান্দানা মিষ্টি হাসি ও চমৎকার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় ও সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পান। এরপর তাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। সেই থেকে আজ অবধি ব্যাক টু ব্যাক সুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা।
অভিনেত্রী রশ্মিকা মান্দানা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একবার বাড়ি ভাড়া দেওয়ার মত টাকা ছিল না, ফলে নতুন বাড়ি খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে তাদের। তার পরিবার প্রবল আর্থিক সংকটের পরে ছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাহলে তাদের মেয়ের জন্য খেলনা পর্যন্ত কিনতে পারেনি। তাই শৈশবের দারিদ্রতা দেখে আজ তিনি তার কষ্টার্জিত অর্থকে মূল্য দেন।
শোনা যায়, অভিনেত্রী রশ্মিকা মান্দানা তার প্রেমিকের সাথে বাগদান সম্পন্ন করেছিলেন প্রথম ছবির পরেই, কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। রশ্মিকার পরিবার তার অভিনয়ে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্তকে খুব বেশি সমর্থন দেননি। কিন্তু তিনি যে অভিনেত্রী হওয়ার জন্য আদর্শ তার বাবা-মাকে বুঝিয়ে দেন এবং আজ অভিনেত্রী রশ্মিকা মান্দানা দক্ষিণের সর্বোচ্চ বেতনভুক্ত অভিনেত্রীদের মধ্যে একজন। সেই থেকে একের পর এক ছবি উপহার দিয়েই চলেছেন।
Good
thanks
Pingback: বিয়েকে ভুল হিসাবে দেখেন সুনিধি চৌহান - Amader Khabar
বেঙ্গালুরু ছিলেন উচ্চ শিক্ষার জন্য।
thanks