বিনোদন

কারিশমা তান্না

কারিশমা তান্না

অভিনেত্রী কারিশমা তান্না স্কুপ’ ওয়েব সিরিজের হাত ধরে আজ খ্যাতির চূড়ায় আছেন। তাঁর অভিনয় আজ দারুণ প্রশংসিত হচ্ছে। কিন্তু কিছুদিন আগেও অভিনয়ের অ আ ক খ জানতেন না তিনি। সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী কারিশমা তান্না তাঁর ক্যারিয়ারের শুরুর দিন থেকে আজকের দিনের কথা বলেছেন।

গুজরাটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কারিশমা তান্না। তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল একতা কাপুরের কিউ কি সাস ভি কাভি বহু থি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে।

ফিল্ম ফেয়ার সাময়িকীকে সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের শুরুর দিনের প্রসঙ্গে কারিশমা বলেছেন, সাধারণ গুজরাটি পরিবারের কন্যা আমি, তাই অনেক বড় স্বপ্নপূরণ আমার জন্য। বড় প্রকল্পে দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি আমি, এটা স্বপ্ন ছাড়া আর কি?

কারিশমা তান্না আরও জানান, ক্যারিয়ারের প্রথম ধারাবাহিকের সময় খুবই সাদামাটা ভাবে অডিশন দিয়েছিলেন তিনি। কারণ, তাঁর সাত কুলের ছায়াছবির জগতে কেউ নেই। ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হয় জানতেনও না। অনেক কষ্টেসৃষ্টে ঠিকঠাক অডিশন দিয়েছিলেন, বাকিটা ইতিহাস আজ একানে।

আজমেরী হক বাঁধনে মুগ্ধ ওয়ামিকা গাব্বি

অভিনেত্রীর মনে করেন, হংসল মেহেতার ‘স্কুপ’ তাঁকে সর্বোচ্চ খ্যাতি দিয়েছে। তিনি এর বেশি কৃতিত্ব দিতে চান স্বামী বরুণ বাংগেরাকে। তার কথায়, যখন জীবনে বরুণ বাংগেরা এসেছে, আমার জীবনের সেরাটা মেলে ধরতে পেরেছি। আমি তাকে “লাকি চার্ম” বলি। সে-ও আমাকে তা-ই বলে ডাকে। আমি তাকে যখন বলি, সিরিজটা পেয়েছি, সে তখনই আমার অটোগ্রাফ নিয়ে রেখেছিল। আমার সবচেয়ে বড় প্রেরণা বরুণ বাংগেরা। কেউ যখন তাকে বলে “স্কুপ”-এ আমি ভালো অভিনয় করেছি তখন সে খুব গর্বিত হয়।

অভিনেত্রীর আরও বলেন, স্কুপ তাঁকে সেই সুযোগ দিয়েছে নিজেকে সু-অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে। আমি আশা করব, মানুষ আর ইন্ডাস্ট্রি এবার আমাকে অন্য নজরে দেখবে। আরও ভালো কাজের খোঁজে আছি এখনো। পর্দায় যখন কেঁদেছি, দর্শকও তখন কেঁদেছেন। যখন স্কুপ এর দিকে ফিরে দেখি, মনে হয় আমি ভালো কাজ করেছি। তাঁরা আমার এই চরিত্রের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছিলেন। আমার আশা, আগামী দিনেও আমি এ রকমই শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ পাব।

One thought on “কারিশমা তান্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *