চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন
চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন
অন্যতম সফল অভিনেত্রী বলা চলে বলিউড তারকা রবিনা ট্যান্ডনকে। তিনি ব্যাখ্যা করেছেন যে নানা গুজব সত্ত্বেও, কখনও তিনি চুম্বন দৃশ্য করেননি। অভিনেত্রী রবিনা এমন একটি মুহূর্তও তুলে ধরেছেন যখন একজন অভিনেতার সঙ্গে সামান্য ঠোঁটে ঠোঁট হলেই তাঁকে ব্রাশ করতে হয়েছে। এমন অস্বস্তি হয়েছে যে বারবার বমি বমি ভাব এসেছে অভিনেত্রীর। তিনি বলেছেন যে তাঁর কেরিয়ারে একটি নো-চুম্বন নীতি’ ছিল। তিনি বলেছিলেন, যে সবসময় এমন কিছু প্রত্যাখ্যান করেছেন যা তাঁকে পর্দায় অস্বস্তিকর করে তোলে।
এ অভিনেত্রীকে সাক্ষাৎকারে, পর্দায় চুম্বন না করার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। অভিনেতা বলেছিলেন, সেদিন কোনও চুক্তি বা কিছুই ছিল না, আমি কখনওই এমন কিছু করিনি। আমি এসবে খুব একটা অভ্যস্ত ছিলাম না।
শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন রবিনার মেয়ে রাশা থাদানিও। তাঁর পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অভিনেত্রী বলেন, ওর জীবনের সিদ্ধান্ত একেবারে নিজে নেবে। যদি কারও সঙ্গে এমন দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করে তবে করবে। যদি সে কমফর্টেবল না হয়, তাহলে তাকে এমন কিছু করতে বাধ্য করার ক্ষমতা কারও থাকবে না ওর উপর নির্ভর করছে।
মেয়ের কথা বলতে গিয়েই শ্যুটিংয়ের সময়ের একটি অস্বস্তিকর পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন এবং বলেছিলেন, আমার মনে আছে আমি একজন পুরুষ অভিনেতার সঙ্গে একেবারে অন্যরকম দৃশ্য শ্যুট করেছিলাম। আমার মনে আছে ভুলবশত তাঁর ঠোঁট আমার ঠোঁট ঠেকেছিল। এটা একেবারই আকস্মিক ছিল। চারিদিকে পুরো উন্মাদনার মতো হচ্ছে। আমি আমার রুমে গিয়ে অস্বস্তি বোধ করতে থাকি। সবকিছু ছুঁড়ে ফেলেছিলাম। শটটি শেষ হতেই আমি উঠে গিয়েছিলাম এবং আমার বমি বমি ভাব হচ্ছিল। সহ্য করতে পারছিলাম না। দ্রুত বাথরুমে ছুটি ব্রাশ করতে। কারণ, আমি আমার পক্ষে বিষয়টা আরামদায়ক ছিল না। এমনকী অভিনেতাও ক্ষমা চেয়েছিলেন আমার কাছে।
রাখি সাওয়ান্ত যে পরামর্শ দিলেন সানার স্বামী
আগেও একটি সাক্ষাৎকারে, রবিনা ট্যান্ডন একই বিষয়ে বলেছিলেন আমি সাঁতারের পোশাক পরতে চাইনি এবং আমি চুম্বনের দৃশ্যও করিনি। আমিই একমাত্র অভিনেত্রী ছিলাম, যার পোশাক এক ফোঁটাও না খুলে কয়েকটি ধর্ষণের দৃশ্য তৈরি হয়েছিল। আমার সব জামাকাপড় সম্পূর্ণ অক্ষত ছিল।
রবিনাকে শেষবার ওয়ান ফ্রাইডে নাইট-এ দেখা গিয়েছিল এবং তাঁকে পরবর্তীতে দেখা যাবে ঘুডছদিতে। অভিনেতাকে ওয়েলকাম টু দ্য জঙ্গলে লারা দত্ত, অক্ষয় কুমার, দিশা পাটনি এবং সঞ্জয় দত্তের বিপরীতে দেখা যাবে।
Pingback: মার্কিন ভিসানীতি শিকার যেসব দেশ - Amader Khabar