আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে ব্লিনকেন- ল্যাভরভ…

গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মাত্র ১০ মিনিট বৈঠক করেছেন তারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন,

ভারতের নয়াদিল্লিতে বিশ্বের শিল্পোন্নত ১৯টি দেশ ও ইউরোপের দেশগুলোর আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমন্বয়ে গঠিত জোট গ্রুপ অব টোয়েন্টির জি-২০ সম্মেলন শুরু হয়েছে । সেই সম্মেলনের বিরতির সময়েই চিরবৈরী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

সংক্ষিপ্ত সেই বৈঠকে তিনটি প্রসঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেগুলো হলো #যুদ্ধের শেষ পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র, # পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিউ স্টার্ট স্থগিত রাখার যে সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে, তা পুনর্বিবেচনা করতে হবে এবং # রাশিয়ার কারাগারে বন্দি মার্কিন নাগরিক পল ওয়েলানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সম্মেলনে যোগ দিতে ব্লিনকেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের যে দলটি আছেন, সেই দলের এক সদস্য ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক জন উচ্চপর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে একথা বলেছেন।

ব্লিনকেনের এসব প্রসঙ্গের জবাবে ল্যাভরভ কি উত্তর দিয়েছে তা স্পষ্ট করে এখনো বলেননি ঐ মার্কিন কর্মকর্তা, তবে তিনি বলেন, `যুক্তরাষ্ট্রের এসব প্রস্তাব নিকট ভবিষ্যতে রাশিয়া মেনে নেবে এমন কোনো আচরণ অভিব্যাক্তি ও ইঙ্গিত রুশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পরিলক্ষিত হয়নি। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্মেলনের অবসরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে কোনো বৈঠক বা আলোচনা হয়নি। এদিকে, জি-২০ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবিতে আলোচনা ও জোট সদস্যদের যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হয়েছিল কিন্তু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো এ ব্যাপারে ঐকমত্যে না পৌঁছাতে পারায় এ ব্যাপারে কোনো যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি জোটের সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *