সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার…
দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করছে। তার আগে উত্তর কোরিয়ার এই পরীক্ষা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের হাতের পুতুল দক্ষিণ কোরিয়াকে জবাব দিতেই এই পরীক্ষা হয়েছে।
দুইটি রকেটই সাবমেরিন থেকে সফলভাবে ছোঁড়া হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া একটি মিসাইলের কথা বলেছিল। বস্তুত আজ সোমবার ১৩ মার্চ থেকে এক ঐতিহাসিক সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা চলবে ১৪ দিন। এত বড় সামরিক মহড়া এর আগে হয়নি বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। জলে, স্থলে ও আকাশে চলবে মহড়া। উত্তর কোরিয়ার বক্তব্য এই মহড়া তাদের জন্য বড় হুমকি।