তথ্য ও প্রযুক্তি

এসএসডি থেকে সরে আসছে ওয়েস্টার্ন ডিজিটাল

এসএসডি থেকে সরে আসছে ওয়েস্টার্ন ডিজিটাল

হার্ড ডিস্কের অন্যতম বড় উৎপাদক এই কোম্পানি ওয়েস্টার্ন ডিজিটাল নিজস্ব ব্র্যান্ড নামে এসএসডি বিক্রি থেকে সরে আসছে। ন্যানড মেমোরি স্টোরেজ উৎপাদন প্রতিষ্ঠান স্যানডিস্ক ২০১৬ সালে অধিগ্রহণের পর ওয়েস্টার্ন ডিজিটাল আধুনিক এসএসডি তৈরি শুরু করে। এখন কোম্পানিটি দুটি অংশে বিভক্ত তাই এর পণ্যগুলোর মধ্যে পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানিটি বলেছে, কৌশলগত ফোকাস বাড়ানো এই পদক্ষেপের একটি লক্ষ্য। ফলে দুটি স্বাধীন নতুন কোম্পানি তৈরি হবে। এর মাধ্যমে কোম্পানির প্রতিটি অংশ আরও নতুন নতুন উদ্ভাবন করতে পারবে।

ওয়েস্টার্ন ডিজিটাল এর সিইও ডেভিড গোয়েকলার বলেন, ডেটা স্টোরেজ শিল্পের বাজারে কোম্পানির হার্ড ড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ব্যবসা উভয়ই অবস্থান ভালো রয়েছে। এর ফলে পৃথক কোম্পানি হিসেবে নিজ নিজ বাজারের সুযোগগুলো অনুসরণ করে কৌশলগত পদক্ষেপ নিতে পারবে। সম্প্রতি ওয়েস্টার্ন ডিজিটালের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে কোম্পানির হার্ড ড্রাইভ ও ফ্ল্যাশ ড্রাইভ [এসএসডি/মেমোরি কার্ড] অংশকে দুই ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

ঘূর্ণিঝড় কেন হয় কিভাবে তৈরি হয়?

ওয়েস্টার্ন ডিজিটাল তুলনামূলক কম দামে ভালো পণ্য বিক্রি করে ফ্ল্যাশ ড্রাইভ বাজারে সেরা, এসএসডির মধ্য অন্যতম। এই প্রতিষ্ঠান তবে এই বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। কিওক্সিয়া এবং এসকে হাইনিক্স ব্র্যান্ড নামে বাজার এসএসডি বিক্রি করে, আবার বিভিন্ন কোম্পানিকে এসএসডি সরবরাহও করে তারা।

ওয়েস্টার্ন ডিজিটাল গত বছরের তুলনায় রাজস্ব ১১ থেকে ১৪ শতাংশ বেড়েছে। তবে ক্লাউড বিভাগের রাজস্ব ১৪ শতাংশ কমেছে। যেখানে দুই গ্রাহক ও পণ্য বিভাগে লোকসান হয়েছে যথাক্রমে ৬৮৫ মিলিয়ন ডলার এবং ৭১৫ মিলিয়ন ডলার। রাজস্ব কিছুটা বাড়লেও সার্বিক নিট আয় খুব একটা ভালো নয়।

২০২৪ সালের দ্বিতীয়ার্ধে কোম্পানিটি ২ ভাগ হওয়ার পরিকল্পনা করেছে। এসএসডির ক্রমবর্ধমান বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এক হাজার ৯০০ কোটি ডলারে স্যানডিস্ক ২০১৬ সালে অধিগ্রহণ করে ওয়েস্টার্ন ডিজিটাল। বর্তমান বাজারে ওয়েস্টার্ন ডিজিটালের ব্র্যান্ডিং এসএসডি গুলো মূলত তৈরি করে স্যানডিস্ক।

নতুন এই পদক্ষেপের ফলে স্যানডিস্ক কোম্পানি আগের পর্যায়ে ফিরে যাবে এবং এসএসডি স্যানডিস্ক ব্র্যান্ডিংয়ে বিক্রি হবে। আর ওয়েস্টার্ন ডিজিটাল শুধু হার্ড ড্রাইভ বিক্রি করবে।

One thought on “এসএসডি থেকে সরে আসছে ওয়েস্টার্ন ডিজিটাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *