অন্যরকম খবরতথ্য ও প্রযুক্তি

টিয়ার গ্যাস থেকে বাঁচার উপায়

টিয়ার গ্যাস থেকে বাঁচার উপায়

অবরোধ চলছে সারা দেশে গাড়িতে আগুন লাগানো তো আছেই, পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হচ্ছে প্রায়ই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে প্রায়ই টিয়ারগ্যাস বা কাঁদানে গ্যাস ছুড়ছে। তবে কাঁদানে গ্যাস শুধু যে অবরোধ-হরতালকারীদের ছত্রভঙ্গ করছে তা নয়,  এতে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকেও।

চোখ ও ত্বকে জ্বালাপোড়া করে, শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হতে পারে কাঁদানে গ্যাসের প্রভাবে। আবার টিয়ারগ্যাসের প্রভাবে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সহজে কাঁদনে গ্যাসের প্রভাব থেকে মুক্তি পেতে আপনাকে সতর্কতার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে।

রাস্তাঘাটে বের হলে চোখে চশমা ও মাস্ক পরুন। চশমা ও মাস্কে কাঁদানে গ্যাসের প্রভাব থেকে আপনাকে অনেকটাই সুরক্ষিত থাকবেন। আপনি টিয়ারগ্যাসে আক্রান্ত হলে প্রথমেই খেয়াল করুন বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে, যেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে আপনিও সেদিকে মুখ ঘুরিয়ে ফেলুন। তাতে আপনার চোখ বাতাসের পেছন দিকে চলে যাবে, এবং সরাসরি কাঁদানে গ্যাস আপনার চোখে পড়বে না।

কারকিউমিন কি

কাঁদানে গ্যাস যে জায়গাটুকু ঘিরে ধরেছে, আপনি সেখান থেকে দ্রুত বেরিয়ে আসুন ও দ্রুত ঠাণ্ডা পানির খোঁজ করুন। চোখ-মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সেদিকেও লক্ষ রাখুন টিয়ারগ্যাস ধোয়া পানি আবার গড়িয়ে আপনার দেহে না পড়ে। তাই মাথা নিচু করে ঝুঁকে চোখ-মুখে পানি দিন। ভুল করেও গরম পানি ব্যবহার করবেন না, হীতে-বিপরীত হতে পারে। গরম পানির স্পর্শে ত্বকের লোমকূপ বড় হয়ে যেতে পারে। তাহলে আরো বেশি করে টিয়ারগ্যাসের উপাদান শরীরের ভেতরে ঢুকে যেতে পারে।

আক্রান্ত স্থান ঠাণ্ডা পানি দিয়ে ধুলেও গোসল করবেন না এ সময়। কারণ টিয়ারগ্যাসের ক্ষতিকর রাসায়নিক সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। সমস্যা হলে বেশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

সূত্র:- পপুলার সায়েন্স

3 thoughts on “টিয়ার গ্যাস থেকে বাঁচার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *