অন্যরকম খবরতথ্য ও প্রযুক্তি

গরু বা ষাঁড় লাল রঙ দেখতে অক্ষম

স্পেনের ষাঁড়ের লড়াই। ম্যাটাডোর, মানে যারা ষাঁড়ের সঙ্গে লড়াই করেন, তারাও মাঝে মাঝে মারাত্মক জখম হন, কখনো কখনো নিহতও হন। ষাঁড় বা গরু লাল রং দেখতেই পায় না। শুধু লাল কেন, কোনো রংই গরু বা ষাঁড়ের চোখে ধরা পড়ে না, কারণ ষাঁড় কালার ব্লাইন্ড।

গরু বা ষাঁড় লাল রঙ দেখতে অক্ষম

পৃথিবীর অন্যতম নৃশংস খেলা, স্পেনের ষাঁড়ের লড়াই। খেলা হয় একপেশে। ম্যাটাডোর, মানে যারা ষাঁড়ের সঙ্গে লড়াই করেন, তারাও মাঝে মাঝে মারাত্মক জখম হন, কখনো কখনো নিহতও হন আবার বড় ষাঁড়গুলোই মারা পড়ে কিন্তু এ সংখ্যাটা খুব কম।

যুগ যুগ ধরে এই খেলা মানুষকে ভুল বার্তা দিয়ে আসছে।

খেলায় দেখা যায়, ম্যাটাডোরেরা লাল কাপড় নাড়িয়ে ষাঁড়কে উত্তেজিত করেন। সুতরাং মানুষ ধারণা, লাল কাপড়ের কারণেই ষাঁড় অমন খেপে ওঠে। তবে লাল কাপড় নাড়িয়ে ষাঁড়কে উত্ত্যক্ত করা হয়, কিন্তু এর জন্য কাপড়ের রং লাল হওয়ার দরকার নেই। ষাঁড়কে যেকোনো কাপড় দেখিয়েই উত্তেজিত করা সম্ভব।

সত্যিটা হলো যে, ষাঁড় বা গরু লাল রং দেখতেই পায় না। শুধু লাল কেন, কোনো রংই গরু বা ষাঁড়ের চোখে ধরা পড়ে না, কারণ ষাঁড় কালার ব্লাইন্ড।

আমাদের যাদের গ্রামে বাড়ি তারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন, ষাঁড় বা গরুকে যখন খাবার দেওয়া হয়, তখন তারা না শুঁকে মুখে দেয় না। যতই চেনা খাবারই হোক না কেন। না শুঁকে গরু বা ষাঁড়েরা খাবার মুখে না নেয়ার কারণ, এরা খাবারকে চিনতে পারে না বা রং চিনতে পারে না, বলেই খাবার চেনে না।

কালার ব্লাইন্ড মানে এই নয়, তারা কোনো বস্তু দেখতে পায় না। দেখতে অবশ্যই পায়, তবে সব বস্তুর একটাই রং, কালচে ধূসর।

আরও পড়ুন: চোখের ভ্রু গজানোর উপায়

আমাদের চোখের মতো নয় গরু চোখের রেটিনা। আমাদের চোখে বেনি আসহকলার যেমন, সব কয়টি রং এসে ধরা দেয়, এবং গরুর চোখে তেমন ঘটে না। আমাদের চোখ যেমন আল্ট্রাভায়োলেট-রে, এক্স-রে, গামা-রে, বেতার তরঙ্গ, ইনফ্রারেড তরঙ্গ ধরতে পারে না, পক্ষান্তরে গরুর চোখ বেনিআসহকলার সাতটি রঙের কোনোটিই ঠিকমতো ধরতে পারে না।

আবার গরু সব কিছু কালো বা সাদা দেখে না। তবে কালার ব্লাইন্ডরা কোনো বস্তুকে কেমন দেখে সেটা অনুভব আমাদের জন্য কঠিন।

হে তবে ভাসা ভাসা একটা ধারণা করা যেতে পারে, সেই রংটা হয়তো কালচে ধূসর; কালার ব্লাইন্ডদের কাছে গোটা দুনিয়াটাই এমন। আবার অনেক দুর্ভাগা মানুষও আছেন যাঁরা কালার ব্লাইন্ড।

সূত্র:-হাউ ইট ওয়ার্কস.

 

 

3 thoughts on “গরু বা ষাঁড় লাল রঙ দেখতে অক্ষম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *