অন্যরকম খবর

বা হাতে ঘড়ি পরা হয় কেন?

এখন মোবাইলেই সময় দেখে নেওয়া যায়। কিন্তু ঘড়িতেই সময় দেখার একটা অভ্যাস মানুষ ত্যাগ করেননি। একটা বয়সের ছিল হাতে ঘড়ি না পরে রাস্তায় বার হলে কেমন যেন কি একটা নেই বলে মনে হতো।

পৃথিবীতে ডানহাতি মানুষের সংখ্যাটাই অধিকাংশ। ফলে তাঁরা বাহাতে ঘড়ি পরেন। দেখা যায় যারা ডানহাতি মানুষ তাঁরা বাহাতে ঘড়ি পরেন। আর যারা বাহাতি তাঁরা ডানহাতে ঘড়ি পরেন। প্রসঙ্গত যারা ডানহাতি তাঁদের বা হাতে ঘড়ি পরতে হয়। বড়দের দেখে কমবয়সীরা শিখে যায় বা হাতেই ঘড়ি পরতে হয়। কিন্তু কেন ভেবে দেখেছেন কি?

কেনই বাহাতে ঘড়ি পরা হয়? এর পিছনে কিন্তু বাস্তবসম্মত কারণ রয়েছে। সারাদিনে নানা কাজে ডানহাত ব্যবহার হয় অনেক বেশি। তুলনায় বাহাতের কাজ অনেকটাই কম। তাই যে হাতটা ব্যস্ত থাকে নানা কাজে সে হাতে ঘড়ি পরলে ঘড়িটা দেখতে যেমন অসুবিধা হয়, তেমনই কর্মব্যস্ত হাতে ঘড়ি পরলে তা চোট খাওয়ার সম্ভাবনা থেকে যায়। সাধের ঘড়ি সেক্ষেত্রে নষ্ট হতে পারে।

বন্ধ হবে চুল পড়া জবার জাদুতে

আবার ধরে নেওয়া যায় কেউ হাতে গ্লাস ধরে সরবত বা চা পান করছেন। হঠাৎ ঘড়ি দেখতে গেলেন। অজান্তেই গ্লাস যাবে উল্টে। ডানহাতে ঘড়ি থাকলেই কিন্তু কেলেঙ্কারি। এই রকম নানা ঘটনা ঘটতে পারে কাজের হাতে ঘড়ি থাকলে। বাহাতের কাজ অনেক কম। ফলে তা প্রয়োজনে ঘুরিয়ে কাজের ফাকে সময় দেখতেও অসুবিধা নেই। তাই বাহাতে ঘড়ি পরার প্রচলন। যা এখন কার্যত একটা নিয়মে পরিণত হয়েছে।

2 thoughts on “বা হাতে ঘড়ি পরা হয় কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *