আন্তর্জাতিক

মণিপুর জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়

মণিপুর জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়

ভারতের মণিপুর সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে। রাজ্যের মেতিস জাতিগোষ্ঠী ও উপজাতি সম্প্রদায়ের মধ্যকার সংঘর্ষ এখনো চলছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে।

মণিপুর হাইকোর্ট গত মাসে মেতিস জাতিগোষ্ঠীকে উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু এ বিষয়টির বিরোধিতা করে রাজ্যটির অন্য উপজাতিরা। গত বুধবার এসব উপজাতি একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। ওই মিছিল থেকেই রাজধানী ইম্ফালাসহ প্রায় সব বিভাগে সহিংসতা ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সহিংসতায় মণিপুরে ৫৪ জনের মৃত্যু হয়েছে। দাঙ্গা-হাঙ্গামা থেকে বাঁচতে সেনাবাহিনীর সাহায্য কামনা করেছেন অনেকেই। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত ২৩ হাজার জনকে উদ্ধার করেছে।

রেড কার্পেটে হাঁটবেন অভিনেত্রী আনুশকা

সেনাবাহিনীর জিম্মাতেই রাখা হয়েছে উদ্ধারকৃতদের। এছাড়া মিজোরাম, সিকিম, ত্রিপুরাসহ অন্য রাজ্যগুলো মণিপুরে অবস্থানরত তাদের রাজ্যের সাধারণ মানুষকে সরিয়ে নিতে কাজ করছে। রাজ্যের যেসব স্থানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে সেসব অঞ্চলে সেনাবাহিনী কঠোর টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া আছে।

তবে সহিংসতার মাত্রা কমে আসায় চূড়াচাঁদপুরে রোববার সকাল থেকে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয় ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খাবার ও ওষুধ কেনার জন্য। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এ সময় অনেকে বাইরেও বের হন। কারফিউ শিথিল শেষ হয়ে যাওয়ার পরপরই আবার সেনাবাহিনী, প্যারামিলিটারি আসাম রাইফেলসসহ অন্যান্য বাহিনীর টহল শুরু হয়।

4 thoughts on “মণিপুর জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *