স্বাস্থ্য ও পুষ্টি

সহজেই দূর হবে বগলের কালো দাগ

সহজেই দূর হবে বগলের কালো দাগ

স্লিভলেস জামা পরার অনেকেরই ইচ্ছে থাকে, বগলের নিচে কালচে দাগের কারণে অনেকে লজ্জায় তা পারেন না। শরীরের এই অংশটিতে সঠিক যত্নের অভাবে কালচে ছাপ পড়ে। এছাড়াও খসখসে রুক্ষ ভাব তো থাকেই। পালকের মতো কোমল আর মসৃণ আন্ডারআর্ম পাওয়া সম্ভব ঘরোয়া কিছু টোটকা মেনেই। এসম্পর্কে বিস্তারিত জেনে নিই:-

সঠিকভাবে শেভ:- চুলের বৃদ্ধির যেদিকে সেদিকে শেভ করুন। শেভ করার সময় অবশ্যই ধারালো ও পরিষ্কার রেজার ব্যবহার করুন। সঠিক নিয়ম ব্যবহার করুন। শেভিং করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ঠিকমতো শেভিং না করলে জ্বালাভাব বেশিদিন থাকতে পারে। তৈরি হতে পারে র‍্যাশেস, ইনগ্রাউন হেয়ার। তাছাড়া ত্বককে মসৃণ করতে ময়শ্চারাইজিং শেভিং ক্রিম বা জেল প্রয়োগ করতে পারেন। শেভ করার পরে আন্ডারআর্ম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে ভুলবেন না যেন। শেভের পর রেজার অবশ্যই পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

প্রিয়াঙ্কা সরকার এবার হিন্দি ছবিতে

এক্সফোলিয়েট:- এক্সফোলিয়েট করলে ত্বকের ছিদ্রও বন্ধ হয়। ফলে ত্বক হয় সতেজ আর মসৃণ। ত্বক থেকে মৃত কোষ অপসারণের প্রক্রিয়া এক্সফোলিয়েট। হালকা স্ক্রাব ব্যবহার করতে চিনি আর নারকেল তেলে একসঙ্গে মিশিয়ে প্রাকৃতিক এক্সফোলিয়েটর তৈরি করে ব্যবহার করুন এই মিশ্রণ বৃত্তাকার গতিতে আন্ডারআর্মে আলতোভাবে স্ক্রাব করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ময়শ্চারাইজ ব্যবহার:- এক্সফোলিয়েট করার পরে, আন্ডারআর্মে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মসৃণ ও সুন্দর ত্বক পেতে আন্ডারআর্মস ময়শ্চারাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন শিয়া বাটার বা অ্যালোভেরার মতো হাইড্রেটিং ময়েশ্চারাইজার।

One thought on “সহজেই দূর হবে বগলের কালো দাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *