স্বাস্থ্য ও পুষ্টি

স্মৃতি শক্তি বাড়াতে জায়ফল

স্মৃতি শক্তি বাড়াতে জায়ফল

নবাবী আমল থেকে এই মসলা উপমহাদেশে ব্যবহৃত হচ্ছে। রান্নার স্বাদ বাড়াতে জায়ফলের জুড়ি নেই। নিজস্ব স্বাদ আর গন্ধ রয়েছে জায়ফলের। সুগন্ধি এ মসলা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, এর নানা ধরনের স্বাস্থ্যগুণও আছে।

মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতেও অবদান রাখতে পারে জায়ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি। খাদ্যতালিকায় প্রতিদিন এক চিমটি জায়ফল অন্তর্ভুক্ত করলে নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে।

ভালো ঘুম:- প্রাকৃতিকভাবে ঘুমের সাহায্য করে জায়ফল। ঘুমের আগে গরম দুধে এক চিমটি পরিমাণে জায়ফল মিশিয়ে খেলে ঘুম ভালো হবে।

মস্তিষ্কের স্বাস্থ্য:- কিছু গবেষণা বলছে, জায়ফল স্মৃতি শক্তি বাড়ায়। জায়ফল থাকা অ্যান্টি অক্সিডেন্টমস্তিস্কের কোষগুলিকে ফ্রি ব়্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি রক্ষা করতে পারে।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য:- রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পারে জায়ফল।

মুখের স্বাস্থ্য:- প্রায়শই টুথপেস্ট এবং মাউথওয়াশের মতো মুখের যত্নের পণ্যগুলিতে ব্যবহৃত হয় জায়ফলের অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, মুখের দুর্গন্ধ এবং দাঁতের সমস্যার ঝুঁকি কমাতে পারে।

হজমের উন্নতি:- হজমশক্তি বাড়াতে সাহায্য করে জায়ফল। পরিপাকক্রিয়া বাড়ায় জায়ফল। জায়ফল থাকা ইউজেনলের মত যৌগ গ্যাস, বদহজম সারাতে বেশ কার্যকর। শরীরের ফোলা ভাব সরাতে পারে জায়ফল। জায়ফল কার্মিনেটিভ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। জায়ফল পাচনতন্ত্রের জন্য উপকারী। জায়ফল পেট ফাঁপা কমাতে আর অস্বস্তি কমাতে পারে।

ব্যথা কমায়:- মাইরিস্টিসিন ও এলিমিসিনের মত যৌগ রয়েছে জায়ফলে। হালকা ব্যথা সারাতে পারে। জায়ফলে ব্যাথানাশক ও প্রদাহরোধী বৈশিষ্ট্য় রয়েছে। এই যৌগগুলি পেশি ও অস্থিসন্ধির ব্যথা কমায়। দাঁতের ব্যাথার জন্য জায়ফল খুবই উপকারী। জায়ফলের তেল ব্যথার জন্য খুবই ভালো।

লবঙ্গ কার্যকরী একাধিক অসুখে

অ্যান্টি ইনফ্লেমেটরি:- কোয়ারসেটিনের মত অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে জায়ফলের মধ্যে যা শরীরের জ্বালা কমাতে পারে ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। অ্য়ান্টি -ইনফ্ল্যামেটারি বৈশিষ্ট্য জ্বালা কমাতে পারে।

মেজাজ উন্নত:- জায়ফলের মধ্যে একটি উষ্ণ আর আরামদায়ক গন্ধ রয়েছে যা মন শান্ত করতে পারে। জায়ফলের সুগন্ধ মেজাজ উন্নত করতে সাহায্য করে। কখনও কখনও মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারে জায়ফল। অ্যারোমাথেরাপিতে জায়ফল ব্যবহার করা হয়। বিষন্নতা কাটাতে জায়ফলে সুগন্ধী বেশ উপকারী।

One thought on “স্মৃতি শক্তি বাড়াতে জায়ফল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *