অন্যরকম খবরতথ্য ও প্রযুক্তি

চাতক পাখি পানি খায় না সত্যি কি ?

চাতক পাখি পানি খায় না সত্যি কি ?

বাংলাদেশের ৪ প্রজাতির পাখিকে চাতক নামে ডাকা হয়। তবে চাতক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত পাকড়া পাপিয়াই। আমাদের দেশের দুর্লভ পাখিগুলোর একটি পাকড়া পাপিয়া।

এরা বছরের বেশির ভাগ সময় এ দেশেই থাকে। শীতকালে চলে যায় আফ্রিকায়। আবার শীত শেষে ফিরে আসে। যেখানে আগে থাকত আবার সেখানে ফিরে যায়। এরা একা একা বসে থাকে গাছের উঁচু ডালে ও বৈদ্যুতিক তারেও বসতে দেখা যায়। আবার মাঝে মাঝে এক জোড়া পাখি একসঙ্গে দেখা যায়।

চাতক ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে খাবার খায়। পিঁপড়া, শুঁয়োপোকা, উই, ছারপোকা চাতকের প্রধান খাদ্য।

বিখ্যাত একটা গান লালন ফকিরের:-

চাতক পাখির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা।

অন্য বারি খায় না তারা

মেঘের জল বিনে”

রাজকীয় একটা ছাপ আছে পাকড়া পাপিয়ার চেহারায়। মাথায় শিঙের মতো ঝুঁটি, পিঠ, পাখা ও লেজ কালো। একটা করে ছোট সাদা পট্টি আছে দুই পাখায়। গলা, বুক ও পেট সাদা লেজের আগার দিকের কিনার সাদা। মাথা, ঘাড়, লেজ, ঝুঁটি ও ঠোঁট কালো, পা কালো, তবে সাদা লোমে ঢাকা।

কোকিল গোত্রের এই পাখি ‘পিউ….পিউ…..’ স্বরে ডাকে। এরা বাসা বাঁধে না, ডিমে তা দেয় না এমকি ছানাও লালন-পালন করে না।

পিঁপড়েরা পশুপালন করে

একটা গল্প আছে চাতক নিয়ে বৃষ্টির জন্য ঘণ্টার পর ঘণ্টা হাঁ করে থাকে। বৃষ্টি এলে মুখের মধ্যে ফোঁটা পড়ে ও চাতক সেই পানি খায়। আবার যত দিন বৃষ্টি না হয় চাতক পানি পান করে না। একসময় পানির অভাবে গলা শুকিয়ে গরম হয়ে যায় ও চাতক বৃষ্টির জন্য চিৎকার করে। তবু বৃষ্টি হয় না, তখন চাতকের গলা দিয়ে আগুনের ফুলকি বের হয়।

চাতক মোটেও বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে না পুরোটাই একটা গল্প, বাস্তবে চাতক মাটিতে নামে, জলাশয় থেকে পানিও পান করে। পাকড়া পাপিয়া দেশের একেবারেই দুর্লভ পাখি।

 

কৃতজ্ঞতা:- ইনাম আল হক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *