অন্যরকম খবর

১০১ তলা অট্টালিকার ৪৪ তলাটা নেই…

এই পৃথিবী জুড়ে গগনচুম্বী বাড়ির সংখ্যা কম নয়। সে সব বাড়ি ৪৪ তলার বেশি হলেই তাতে ৪৪ তলাটা থাকে। এই যে, তাইপে ১০১ তলা বাড়িটার ৪৪ তলা নেই।
যে বাড়িটি বুর্জ খলিফার আগে বিশ্বের উচ্চতম বাড়ির মর্যাদা পেত, সেটি ১০১ তলা বাড়ি। সেই বাড়িটির মাথাই কেবল আকাশছোঁয়া নয়, তার খ্যাতিও আকাশছোঁয়া। বাড়িটির কিন্তু ৪৪ তলা নেই। কিন্তু অবাক হওয়ার মত কথা হলেও এটাই সত্যি। বাড়িটির ৪৪ তলা নেই মানে কি সেখানটা ফাঁকা, এমন প্রশ্ন জাগতে পারে কি মনে। তেমনটা একদম ঠিক নয়, এই ৪৪ তলা না থাকার কারণ হলো একটি প্রাচীন প্রবাদ। ১০১ তলা বাড়িটি রয়েছে তাইওয়ানের তাইপে শহরে। বাড়িটির নামই তাইপে ১০১। চিনে একটি প্রাচীন বিশ্বাস আছে, চিনে ৪ সংখ্যাটিকে অপয়া ধরা হয়।
বিশ্বে যেমন ১৩-কে অনেকে অপয়া সংখ্যা বলে থাকেন, তেমন চিন ৪-কে অপয়া ভাবা হয়। তাই এই বাড়িটির ৪৪ তলাটা রাখা হয়নি। তার জায়গায় ৪৩ তলাটার নম্বর করা হয় ৪২। ফলে যেটি আসলে ৪৪ তলা সেটি হয়ে যায় ৪৩ তলা। কারণ ৪৩ তলাকে ৪২ এ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার ৪৪ তলাকে ৪৩ তলা বলে তারপর সোজা পরেরটা ৪৫ তলা হয়ে যায়।
এতে ৪৪ নম্বর তলা বলে বাড়িটায় কোনও ফ্লোর-এর অস্তিত্ব রইল না। অস্তিত্ব অন্তত খাতা কলমে রইল না। এভাবেই বাড়িটির জন্মলগ্ন থেকে ৪৪ তলা ছাড়াই দিব্যি দাঁড়িয়ে আছে ১০১ তলা এই আকাশচুম্বী অট্টালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *