স্বাস্থ্য ও পুষ্টি

গাজর দিয়ে রূপচর্চা

গাজরের ভিটামিন সি রোদে পোড়া ভাব দূর করে ত্বকের কালো দাগ কমায়। গাজরে পটাশিয়াম ত্বকে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে এবং লুটেইন অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বকের নমনীয়তা বাড়ায়।  আছে ভিটামিন কে১ ও বি৬, এসব ভিটামিনের কাজ কোলাজেন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল করে তোলা।তাই গাজর দিয়ে রূপচর্চা  আজ আমাদের আলোচনার বিষয়। 

গাজর দিয়ে রূপচর্চা

রূপচর্চায় গাজরের সুনাম বলে শেষ করা দায়। গাজরে মেলে ভিটামিন এ। গাজর দিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করলে এর কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। ব্রণ কমায়, ত্বকের আর্দ্রতা বজায় রেখে ক্ষতিগ্রস্ত ত্বককে দ্রুত সারিয়ে তোলে গাজরে থাকা ভিটামিন এ। এ ছাড়া গাজরে আছে ভিটামিন কে১ ও বি৬, এসব ভিটামিনের কাজ কোলাজেন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল করে তোলা। তবে ঘরে বসে হাতের কাছে থাকা নানা উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারেন বেশ কয়েক ধরনের গাজরের ফেসপ্যাক।

তাছাড়া গাজরে পটাশিয়াম ত্বকে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে এবং লুটেইন অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বকের নমনীয়তা বাড়ায়। এবং গাজরের ভিটামিন সি রোদে পোড়া ভাব দূর করে ত্বকের কালো দাগ কমায়। চিকিৎসা বিজ্ঞানেও ত্বকের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে আয়রন আর সৌন্দর্যচর্চায় বায়োটিনের উপকারিতার কথা তো আছে। সপ্তাহে অন্তত এক দিন নানা উপকারী উপাদানে সমৃদ্ধ গাজর দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে এর কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। গাজরের কয়েক ধরনের ফেসপ্যাক তৈরির উপায় বলেছেন জীবনযাপন বিষয়ক পোর্টাল ‘আইডিভা’র চিফ বিউটি রাইটার নিকিতা দানিয়াল উপাধ্যায়।

বেসন ও গাজর

বেসন ২ চামচ সঙ্গে অল্প গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন নরমাল পানিতে।

 এক চামচ মধুর সঙ্গে হাফ কাপ গাজরের পেস্ট মিশিয়ে। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে দশ মিনিট রেখে নরমাল পানিতে ধুয়ে ফেলুন।

 গাজর ও শসা

একসঙ্গে মিশিয়ে নিন অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট। এতে ১ চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি ও গাজর

গাজরের পেস্ট আধা কাপ ও এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এবং শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: বোটক্স ইনজেকশন এর কাজ কি

ভাত ও গাজর

আধা কাপ ভাতের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর নরমাল পানিতে ধুয়ে ফেলুন।

কমলার খোসা ও গাজর

কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে সঙ্গে গাজরের পেস্ট ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে নরমাল পানিতে ধুয়ে ফেলুন।

টক দই ও গাজর

গাজরের পেস্ট সঙ্গে টক দইয়ের মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে পনের মিনিট পর ধুয়ে ফেলুন।

ওটস ও গাজর

এক চামচ ওটসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে, মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে নরমাল পানিতে ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *