মৌমাছি সম্পর্কে অজানা তথ্য
প্রায় ১৭০টি গন্ধ নেওয়ার রিসেপ্টর আছে মৌমাছিদের। বন্য উদ্ভিদে প্রায় ৯০ ভাগ পরাগায়ন ঘটায় মৌমাছিরা, মৌমাছিরা, এদের দুই পাশে দুটি করে মোট ৪টি ডানা থাকে। মৌমাছিরা সেকেন্ডে ২৪০ বার ডানা ঝাপটায়, মৌমাছি ক্ষুধার্ত থাকলেও দিনে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।তাই আজ আপনাদের জানাব মৌমাছি সম্পর্কে অজনা তথ্য। নিচে বিস্তারিত আলোচনা করা হল।
মৌমাছি সম্পর্কে অজানা তথ্য
প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে এবং যেখানেই সপুষ্পক উদ্ভিদ আছে, সেখানেই দেখা মিলবে মৌমাছির। মৌমাছিরা অত্যন্ত কর্মঠ ও বুদ্ধিমান তারা কতটা কর্মঠ ও বুদ্ধিমান তা ১০টি তথ্যের…
মৌমাছি কত প্রকার
মৌমাছিরা দলবদ্ধভাবে উপনিবেশে বাস করে, একটি চাকে বা দলে থাকে ৩ ধরনের মৌমাছি। রানী মৌমাছি, পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি দলের নেতা ও আকারে সবচেয়ে বড় এবং সম্পূর্ণ দলকে গাইড করার পাশপাশি পরবর্তী রানী মৌমাছি জন্ম; দেওয়া তার কাজ।
শ্রমিক মৌমাছিদের কাজ নিজেদের চাক বানানো ও ফুল থেকে মধু সংগ্রহ করা। কিন্তু সব শ্রমিক মৌমাছিই নারী ও শ্রমিক মৌমাছিগুলোকেই আমরা বাইরে উড়তে দেখি। আবার গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মৌসুমে পুরুষ মৌমাছিরা অলস সময় কাটায়। কিন্তু পুরুষ মৌমাছির কাজ রানীর আশেপাশে থাকা।
মৌমাছির বিষের উপকারিতা
মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের কারণে গাছে ফুল ফোটে ও ফল হয়, তাই প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত জরুরি। মৌমাছির মতো কীটপতঙ্গ না থাকলে গাছে ফুল ফুটত না বা ফলও হতো না। বন্য উদ্ভিদে প্রায় ৯০ ভাগ পরাগায়ন ঘটায় মৌমাছিরা।
আরও পড়ুন: লিপ ইয়ার কাকে বলে
মৌমাছি কিভাবে মধু তৈরি করে
মধুর জন্যই মৌমাছিরা সবচেয়ে বেশি পরিচিত, তবে এই মধু আমাদের জন্য তৈরি করে না মৌমাছিরা। বরং তারা শীতকালে নিজেদের খাওয়ার জন্য তারা মধু সংগ্রহ করে রাখে। মৌমাছিরা প্রয়োজনের তুলনায় ২-৩ গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা। তবে সুযোগ বুঝে সেই মধুই আমরা নিয়ে থাকি।
মৌমাছির গতি ঘন্টায় ৩৫ কিলোমিটার:-
ঘন্টায় প্রায় ৩৫ কিলোমিটার বেগে উড়তে পারে মৌমাছিরা, এদের দুই পাশে দুটি করে মোট ৪টি ডানা থাকে। মৌমাছিরা সেকেন্ডে ২৪০ বার ডানা ঝাপটায়, মৌমাছি ক্ষুধার্ত থাকলেও দিনে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। মৌমাছিরা সাধারণত চাকের তিন কিলোমিটারের মধ্যে থাকে। প্রতিদিন প্রায় দুই হাজার ফুল থেকে মধু সংগ্রহ করে।
মৌমাছির খাদ্যাভ্যাস
রানী মৌমাছিকে একধরনের রয়্যাল জেলি নামে বিশেষ খাবার খাওয়ানো হয়। কিন্তু রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে, যার ফলে দ্রুত বড় হতে থাকে মৌমাছিটি। প্রাপ্তবয়স্ক হলে এটিই রানী মৌমাছির জায়গা দখল করে।
মৌমাছিরা বার চা চামচ মধু সংগ্রহ করে:-
মৌমাছিরা গড়ে ১ থেকে দেড় মাস বাঁচে এবং এই সময়ের মধ্যে প্রতিটি মৌমাছি প্রায় ১২ চা চামচ মধু সংগ্রহ করে।
মৌমাছি সম্পর্কে তথ্য
রানী মৌমাছি গড়ে পাঁচ বছর বাঁচে। রানী মৌমাছিরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে গ্রীষ্মকালে। এ সময় রানি মৌমাছি প্রতিদিন প্রায় দুই হাজার ৫০০টি ডিম পাড়ে।
মৌমাছি কি কাজ করে
প্রায় ১৭০টি গন্ধ নেওয়ার রিসেপ্টর আছে মৌমাছিদের। মৌমাছিরা গন্ধ শুকে বাসায় ফিরতে পারে এবং খাবারের সন্ধানে গিয়ে ফুল চিনতেও সাহায্যে করে এই রিসেপ্টর।
আরও পড়ুন: জাপানের ভূমিকম্পের উৎপত্তিস্থল
মৌমাছিরা গণিত জানে
মৌমাছিরা অঙ্ক কষতে পারে। চাকের দিকে তাকালে মৌমাছিরা বুঝতে পারবেন এদের চাকের ভেতরে থাকে মধু রাখার ছোট ছোট কুঠুরি, কুঠুরিগুলো ষড়ভূজাকার। জ্যামিতিক আকৃতির কুঠুরিতেই সবচেয়ে বেশি মধু রাখা যায়। ষড়ভূজাকার; না হয়ে বৃত্তাকার বা গোলাকার হলে এত মধু রাখা যেতো না।
মৌমাছি তিন কোটি বছর ধরে টিকে আছে
পৃথিবীতে মৌমাছি টিকে আছে প্রায় ৩ কোটি বছর ধরে। একটি মৌমাছির চাকে গড়ে ৫০ হাজার মৌমাছি থাকে। মৌমাছিদের এক কেজি মধু সংগ্রহ করতে প্রায় ৪০ লাখ ফুলে ঘুরতে হয়।
পরিশেষ
তাই পরিশেষে বলা যায় মৌমাছি সম্পর্কে অজানা তথ্য আপনারা এই আলোচনায় জানতে পেরেছেন। আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করবেন ধন্যবাদ।
সূত্র:-ন্যাট জিও কিডস ডট কম,হানি ফ্লো ডট কম.
Pingback: ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় - amaderkhabar
🇧🇩🇧🇩🇧🇩
Thank U
✌️✌️✌️✌️
Thank U.