ভ্রমণ

সৌদি আরবের চোখ ধাঁধানো ট্রিয়াম রিসোর্টের উন্মোচন

খাঁড়িটির উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা ট্রিয়াম রিসোর্টটি দেখতে অনেকটা সুবিশাল সেতুর মতো। অতিথিরা শান্তিপূর্ণ এক আশ্রয় খুঁজে পাবেন বা জীবনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অবাক করা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন। বিলাসবহুল ট্রিয়াম রিসোর্টে অবস্থান করা পর্যটকদের জন্য থাকবে নানা সামুদ্রিক এবং মরুভূমির অ্যাডভেঞ্চার।

সৌদি আরবের চোখ ধাঁধানো ট্রিয়াম রিসোর্টের উন্মোচন

সৌদি আরবের নিওম শহরের বিলাসবহুল ট্রিয়াম রিসোর্ট উন্মোচন করেছে পরিচালনা পর্ষদ। এমন একটি অত্যাধুনিক রিসোর্ট এটি যেখানে মরুভূমির মনোরম দৃশ্য সমুদ্রে এসে মিশেছে।

সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি সাহসী নকশার ওপর ভিত্তি করে গড়ে উঠছে নিওম শহরের বিলাসবহুল ট্রিয়াম রিসোর্ট। অতিথিরা শান্তিপূর্ণ এক আশ্রয় খুঁজে পাবেন বা জীবনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি অবাক করা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন।

সৌদি আরবের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত আলোচিত নিওম শহরটির সর্বশেষ সংযোজন বলা হচ্ছে ওই বিলাসবহুল ট্রিয়াম রিসোর্টটিকে। কৌশলগতভাবে এটি আকাবা উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সুন্দর একটি সামুদ্রিক খাঁড়িকে অবলম্বন করে গড়ে উঠছে ট্রিয়াম রিসোর্ট।

খাঁড়িটির উত্তর ও দক্ষিণ তীরে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা ট্রিয়াম রিসোর্টটি দেখতে অনেকটা সুবিশাল সেতুর মতো। অতিথিদের জন্য এতে থাকবে দুই শত ৫০টি বিলাসবহুল কক্ষ ও থাকবে ৪৫০ মিটার দীর্ঘ একটি জলাধার। এটি হবে অনেকটা ভাসমান একটি লেকের মতো। পর্যটকেরা সূর্যোদয় এবং সূর্যাস্তের মায়া এর পানিতে গা ডুবিয়ে উপভোগ করতে পারবেন। বিলাসবহুল ট্রিয়াম রিসোর্টের ৩৬ মিটার নিচ দিয়ে সামুদ্রিক অংশটিতে জোয়ার ভাটার বৈশিষ্ট্যও আলাদা আবেদনও যোগ করবে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ তরি

রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিলাসবহুল ট্রিয়াম রিসোর্টে অবস্থান করা পর্যটকদের জন্য থাকবে নানা সামুদ্রিক এবং মরুভূমির অ্যাডভেঞ্চার। চাইলে কেউ পালতোলা নৌকায় চড়া অথবা সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রবাল বনে ঘোরাঘুরির মতো উত্তেজনাকর অভিযানে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য এবং সুস্থতার নানা সুবিধা সহ থাকবে বিলাসবহুল স্পা-এর ব্যবস্থা। আরও থাকবে দেশি-বিদেশি খাবার উপভোগ করার বিপুল আয়োজন।

গত বুধবার এই বিলাসবহুল ট্রিয়াম রিসোর্টের অ্যাক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আত্মপ্রকাশের জানান দেওয়া হয়েছে।

One thought on “সৌদি আরবের চোখ ধাঁধানো ট্রিয়াম রিসোর্টের উন্মোচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *